muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ছিদ্দিক মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলমের পিতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, গরবী মেহনতি মানুষের বন্ধু হিসেবে পরিচিত আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব মোহম্মদ ছিদ্দিক মিয়া’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে মরহুমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌর শহরের বেতিয়ারকান্দি গ্রামে তাঁর নিজ নামে প্রতিষ্ঠিত জামিয়া ছিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর কর্মময় জীবনের উপর এ আলোচনা সভা অনুষ্টিত। বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও জামিয়া ছিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসার সভাপতি মরহুমের বড় ছেলে মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নূরুল মিল্লাত, মরহুমের ছোট ভাই ডাঃ আব্দুস ছাদির, মরহুমের ছেলে আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ সাইয়ুম মিয়া ও মাওলানা মোঃ নাঈম হোসাইন সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উল্লেখ্য মরহুম আলহাজ্ব মোহাম্মদ ছিদ্দিক মিয়া গত বছরের ২৫ জানুয়ারি বার্ধক্য জনিত কারনে রোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান। পরদিন কুলিয়ারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্টিত নামাজে জানাজা শেষে তাকে তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গণে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ৩ কন্যা, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। কর্মময় জীবনে তিনি ব্যাবসার পাশাপাশি এলাকার শিক্ষার প্রসার ঘটাতে স্কুল প্রতিষ্ঠা, বিশেষ করে দীনি অর্থাৎ ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠাসহ ভৈরব- কুলিয়ারচরে অসংখ্য মসজিদ – মাদ্রাসার উন্নয়নে কাজ করে গেছেন। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন পূর্ব গাইলকাটা দারুল উলুম মাদ্রাসা, আব্দুল্লাপুর জগতচর মাদ্রাসা ও বাজরা তারাকান্দি ইসলামিয়া মাহজানুল উলুম মাদ্রাসাসহ বহু মসজিদ – মাদ্রাসার। এ ছাড়া সামাজিক বিভিন্ন সমস্যা বিশেষ করে স্হানীয় ঝগড়া বিবাদ সমাধানে অনেক সময় তিনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। জীবদ্দশায় তিনি নিজ অর্থায়নে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড়ছয়সূতী গ্রামে জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় নামে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, নিজ গ্রাম বেতিয়ারকান্দিতে একটি প্রাথমিক বিদ্যালয় ও জামিয়া ছিদ্দিকিয়া বেতিয়ারকান্দি নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। এ গুণী ব্যক্তির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর কর্মময় জীবনের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব মোঃ ছিদ্দিক মিয়া ধর্মীয় শিক্ষার প্রসারে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠাসহ অসংখ্য মসজিদ, মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tags: