muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মাদকের সঙ্গে জন প্রতিনিধিরা জড়িত থাকলে উন্নয়ন হতে পারে না : অতিরিক্ত ডিআইজি রংপুর রেঞ্জ

‘যে অঞ্চলের জনপ্রতিনিধিরাই মাদকের সঙ্গে জড়িত থাকে, সে অঞ্চলের উন্নয়ন হতে পারে না’ বলেছেন, রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মজিদ আলী।

সোমবার রৌমারী থানা চত্ত্বরে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আগে আমাকে ভালো হতে হবে, তারপর অন্যকে ভালো করা সম্ভব। রৌমারীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হলে জনপ্রতিনিধিসহ সকল মানুষকে সহযোগিতা করতে হবে। পবিত্র এই ভূমিতে সন্ত্রাস, জঙ্গিবাদের কোনো স্থান হবে না।’

ওপেন হাউস ডে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার মেহেদুল করীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সিনিয়র সহকারি পুলিশ সুপার রৌমারী সার্কেল শহিদ সরোওয়ার্দী প্রমুখ।

অনুষ্ঠানে এলাকাবাসি ও স্থানীয় জনপ্রতিনিধিরা মাদক মুক্ত করতে নানা পরামর্শ ও সমস্যার কথা তুলে ধরেন। এমনকি মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ তোলেন।

Tags: