muktijoddhar kantho logo l o a d i n g

তাড়াইল

তাড়াইলে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির অনিয়ম

কিশোরগঞ্জের তাড়াইলে ২০১৮-২০১৯ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ১ম পর্যায়ের প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।

জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির ৪০ দিনের মাটি কাটার প্রকল্পে তাড়াইল উপজেলার ১ নং তালজাঙ্গা ইউপি’র ৮নং ওয়ার্ডের হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে টেকবাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য একটি প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে ।উক্ত রাস্তার জন্য ৯২জন শ্রমিক ৪০ দিন কাজ করার কথা থাকলেও প্রকল্প সভাপতি ওই ওয়ার্ডের ইউপি’র সদস্য মতিউর রহমান এবং তালজাঙ্গা ইউপি’র চেয়ারম্যান সেলিম খানের যোগসাজশে শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে মাটি কাটার কাজ করছে বলে এলাকাবাসী অভিযোগ করেন ।

সরেজমিনে দেখা যায়, ওই প্রকল্পে ৭ লক্ষ ৩৬ হাজার টাকার বরাদ্দের বিপরীতে ৯২ জন শ্রমিক ৪০ দিন কাজ করার কথা থাকলেও ওখানে গিয়ে কোনও শ্রমিক পাওয়া যায়নি।একজন ভ্রাইভার ভেকু দিয়ে মাটি কাটার কাজ করছেন ।এলাকাবাসীর অভিযোগ এখানে কোনও শ্রমিক তারা দেখেনি ।হাজীপুর গ্রামের মৃত আবদুল হেলিমের ছেলে হেলাল উদ্দিন,মৃত সাদত আলীর ছেলে আছিম উদ্দিন অভিযোগ করে বলেন,এলাকার হতদরিদ্রের নিয়ে এই কাজটা করার কথা কিন্তু বিগত ১লা ফেব্রুয়ারি থেকে প্রকল্প সভাপতি অতি লোভের বশবর্তী হয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার ম্যানেজ করে ভেকু দিয়ে মাটি কাটার কাজ করছে ।প্রকল্প সভাপতি  মতিউর রহমানকে না পেয়ে ওনার মোবাইলে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি ।

সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানার সাথে মোবাইলে কথা হলে তিনি জানান আমার কাছে এরকম একটা অভিযোগ এসেছে ।আমি প্রতিনিধি পাঠিয়েছি সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার জন্য ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে তাকে না পেয়ে মোবাইলে কথা হলে তিনি জানান,অসুস্থতার জন্য ঢাকায় চিকিৎসা নিতে আসছি।আমি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের সাথে কথা হলে তিনি বলেন, মৌখিক অভিযোগ পেয়ে আমি প্রকল্প পরিদর্শন করার জন্য লোক পাঠালে অভিযোগের সত্যতা মিলার কারণে প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ।

Tags: