muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দেশে শিক্ষিত বেকার ১০ লাখ ৪৩ হাজার

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেছেন, দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার। তাদের মধ্যে শিক্ষিত বেকার ১০ লাখ ৪৩ হাজার জন। অর্থাৎ, শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ৪০ শতাংশ।

মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি প্রকাশিত শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে সারা দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার। এর মধ্যে ১০ লাখ ৪৩ হাজার শিক্ষিত তরুণ-তরুণী উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পাস।

দেশের বেকার সমস্যা দূর করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, উল্লেখ করে মুন্নুজান সুফিয়ান বলেন, বর্তমান সরকার বেকার যুবসমাজকে বেকারত্ব থেকে মুক্ত করার লক্ষ্যে কর্মসংস্থান ও অন্যান্য সুবিধার মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গত ১০ বছরের গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করেছে। বর্তমান সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-অধিদপ্তরসমূহের জনবল ১ হাজার ২৫৩ থেকে বাড়িয়ে ২ হাজার ১৩৭ জনে উন্নীত করা হয়েছে। এর মধ্যে ৫৬৯ জনকে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়েছে।

Tags: