muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

জওয়ানের শেষকৃত্যে হাসছেন বিজেপি সাংসদ, ভাইরাল ছবি!

পুলওয়ামার শহিদ জওয়ানদের কফিনবন্দি দেহ ফিরছে ঘরে ঘরে৷ শনিবার এমনই এক জওয়ানের কফিনবন্দি দেহ এল উন্নাওয়ের৷ অজিত কুমার নামে ওই শহিদ জওয়ানকে শেষ বিদায় জানাতে রাস্তায় উপচে পড়েছে ভিড়৷ কারোর মুখে জয়ধ্বনি৷ কারোর চোখে জল৷ কেউ কেউ শোকস্তব্ধ৷ এমন পরিবেশে কেবল একজনের মুখে চওড়া হাসি৷ জনতার উদ্দেশ্যে নাড়ছেন হাত৷ তিনি বিজেপির বিতর্কিত সাংসদ সাক্ষী মহারাজ৷

বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছে সাক্ষী মহারাজের হাসির ছবি৷ তারপরেই উত্তাল সোশ্যাল মিডিয়া৷ সেখানে শুরু হয়েছে প্রবল সমালোচনা৷ সকলে একবাক্যে বিজেপি সাংসদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের নিন্দা করেছেন৷ ট্যুইট করে একজন লিখেছেন লেখেন, দেখে মনে হচ্ছে পুলওয়ামার হামলা সেলিব্রেট করতে এসেছেন৷ কেউ লেখেন, জওয়ানের মৃত্যু নিয়ে রাজনীতি করতে এসেছেন৷ তোপ দেগেছেন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীও৷

বৃহস্পতিবার পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। তার ৪৮ ঘণ্টার মধ্যে ফের রক্তাক্ত উপত্যকা৷ দেশের ইতিহাসে সবথেকে বড় জঙ্গি হামলার পর শুক্রবার সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে৷ জঙ্গিদের বিরুদ্ধে কবে, কখন ও কীরকম অভিযান চালানো হবে তা ঠিক করবে সেনা৷ একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বলেন, ‘‘সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনাকে পুরো স্বাধীনতা দেওয়া হল৷ কী কায়দায় জবাব দেওয়া হবে তা ঠিক করবে নিরাপত্তা বাহিনী।’’

পাশাপাশি মোদী পুলওয়ামার হামলাকারীদের সতর্ক করে দেন৷ বদলার সুরে জানান, হামলাকারীরা বড় ভুল করেছে৷ এর চরম মূল্য তাদের চোকাতে হবে৷ মোদী বলেন, ‘জঙ্গি ও তাদের মদতদাতাদের বলতে চাই তারা বড় ভুল করেছে৷ এর চরম মূল্য চোকাতে হবে৷ এই হামলার জন্য যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে আছে সরকার৷ তারা বিচার পাবে৷’

Tags: