muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের স্ব স্ব পদে মনোনয়ন পত্র জমা দেন। 

আজ ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভৈরব উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে, উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. মাহবুব আলমের নিকট প্রার্থীরা উক্ত মনোনয়ন পত্র জমা দেন। 

চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস- চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোশতাক আহমেদ বুলবুল, স্বতন্ত্র প্রার্থী ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, স্বতন্ত্র প্রার্থী ভৈরব উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউল ইসলাম ও মো. নাজির উদ্দিন।

ভাইস চেয়ারম্যান পদে মোট ৪ জন এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহীদুল্লাহ কায়সার, স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, স্বতন্ত্র প্রার্থী ভৈরব উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন ও ইসহাক মিয়া। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মধ্যে বর্তমান মহিলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আসমা আহমেদ, স্বতন্ত্রপ্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও স্বতন্ত্র প্রার্থী মোছা. আছমা খাতুন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনে ২৬ ফেব্রয়ারি ছিল মনোনয়ন পত্র দাখিল ২৮ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ৭ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন, ২৪ মার্চ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভৈরব উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪শ ২ জন।

Tags: