
ইটনায় জাতীয় ভোটার দিবস উদযাপন
“ভোটার হব, ভোট দিব” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস ২০১৯ উদযাপন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার সকালে পরিষদ চত্বর থেকে একটি র্যালী বাহির করা হয়। র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সামছুল হুদার সভাপতিত্বে শুরু আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষা অফিসার বিনয় কুমার, হিলিপের সমন্বয় কারী ডাঃ ফকরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক বাবু জন্টু রায়, সহকারী প্রধান শিক্ষক পান্না লাল প্রমুখ।
আরও পড়ুন
Comments are closed.
I just want to tell you that I’m beginner to blogs and certainly liked this page. More than likely I’m planning to bookmark your blog . You definitely have great articles and reviews. Thank you for revealing your blog site.