muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ডিমলায় জাতীয় ভোটার দিবস পালিত

সাড়া দেশের ন্যায় ভোটার হব, ভোট দেব’ এই স্লোগান সামনে রেখে ১ মার্চ শুক্রবার সকাল ১০.০০টার দিকে প্রথমবারের মতো ডিমলা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে পালিত হল ’জাতীয় ভোটার দিবস”। দিবসটি পালন উপলক্ষে ডিমলা উপজেলা নির্বাচন অফিস নানা কর্মসুচী গ্রহণ করেছে । কর্মসুচীর মধ্যে লিফলেট ্ও ফেস্টুন বিতরণ, বিভিন্ন দর্শনীয় স্থানে পোষ্টার লাগানো, জনসচেতনতা বৃদ্ধির কৌশল হিসেবে ’জাতীয় ভোটার দিবস,্ও ’ভোটার হব,ভোট দেব”,লেখা সম্বলিত সাদা রংগের গেঞ্জি বিতরণ এবং নির্বাচন অফিস থেকে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার মুন এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ্ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র‌্যালীতে অংশ গ্রহণ করেন । পরে নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার মুন’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোছা: মাহাবুবা আক্তার বানুর স ালনায় নির্বাচন অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । দিবসটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বক্তব্য প্রদান করেন । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী , উপজেলা মহিলা বিষয়ক অতিরিক্ত কর্মমর্তা পুরভী রানী , উপজেলা প্রোগ্রাম অফিসার কবিতা আক্তার, ডিমলা থানার ওসি প্রতিনিধি এস আই রাজীব ,সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলা নির্বাচন অফিস সহকারী মহিকুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা।
উল্লেখ্য, গত বছরের ২ এপ্রিল গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরীর লক্ষ্যে প্রতি বছর ১ মার্চ ” জাতীয় ভোটার দিবস”, হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা ।

Tags: