
ইটনায় নিজ হাতে ঘরে ঘরে ত্রাণ বিতরন করলেন ইউএনও মশিউর
বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সদরের বিভিন্ন গ্রামের দুস্ত পরিবারের মধ্যে শুকনো খাবারের প্যাকেট বিতরন করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে সদরের পুর্বগ্রাম যুগিরকান্দা গ্রামে ঘরে ঘরে গিয়ে নিজ হাতে শতাধিক দুস্তপরিবারের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার আলী আকবর, উপসহকারী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।