
ইটনায় রেজওয়ান আহাম্মদ তৌফিককে শিক্ষক সমিতির সংবর্ধনা
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ইটনা উপজেলা শাখার পক্ষ থেকে একটানা তিন বারের নির্বাচিত কিশোরগঞ্জ- ৪ (ইটনা, মিঠামন, অষ্ট্রগ্রাম) আসনের সংসদ সদস্য, মহামাণ্য রাষ্ট্রপতির জৈষ্ট সন্তান রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি কে সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে সদরের রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্টানে শিক্ষক সমিতির সভাপতি মোঃ খায়রুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে শুরু আলোচনা সভায় বক্তব্য দেন এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, আওয়ামী লীগের সভাপতি হাজী ঈসমাহিল হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি সোহরাব উদ্দিন খসরু ঠাকুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম মানিক ঠাকুর, প্রভাষক জসিম উদ্দিন খান, শিক্ষক সমিতির সেক্রেটারি গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক সুরুজ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক চন্দন বাবু, সহকারী শিক্ষক আলপনা আক্তার।