
ইটনায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন
উপজেলা প্রশাসনের মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়।
এ উপলক্ষে বুধবার সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ে কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে কেরাত, হামদ/নাত, রচনা,কবিতা আবৃতি, বিতর্ক প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান, রবীন্দ্র, নজরুল, উচ্চাঙ্গ, লোক সঙ্গীত, জারী গান, নৃত্য, লোক নৃত্য, বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা অভিজিৎ সরকার, প্রোগ্রাম অফিসার সিরাজুল ইসলাম, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশ চন্দ্র সরকারী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার প্রমুখ।