muktijoddhar kantho logo l o a d i n g

Uncategorized

তাড়াইলে ‘ভোরের ডাক’ পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় দৈনিক ভোরের  ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে ।

বুধবার ২০ মার্চ উপজেলার বাংলাদেশ মানবাধিকার কমিশন কার্যালয়ে সকাল ১১টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভুঁইয়া মোতাহার।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি গোলাম মোস্তফা,বাংলাদেশ মানবাধিকার কমিশন তাড়াইলে উপজেলা শাখার সভাপতি ও সংগঠক এনামুল হক ভূঁইয়া নজরুল,ভোরের কাগজ প্রতিনিধি সুমন মিয়া,ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশন তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলী হায়দার, যায়যায়দিন উপজেলা প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া মরাজ,সাপ্তাহিক ইতিকথার উপজেলা প্রতিনিধি সুব্রত চক্রবর্তী,ভোরের পাতা উপজেলা প্রতিনিধি এম এম রুহুল আমিন, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাপ হোসেন ভূঁইয়া,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক গৌতম ভৌমিক প্রমুখ ।

তারপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানবাধিকার কমিশন কার্যালয়ে মিলিত হয়।ভোরের ডাক তাড়াইল উপজেলা প্রতিনিধি মুকুট রঞ্জন দাস আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন,২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সকলকে কাছে পেয়ে আমি কৃতজ্ঞ।ভোরের ডাকের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান।

Tags: