muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

গণহত্যা স্মরণে এক মিনিট অন্ধকারে থাকল দেশ

২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মরণে বাতি নিভিয়ে এক মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি পালন করেছে দেশবাসী। সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

সরকারি আদেশের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন দেশবাসী।

এর আগে, গত ৩ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে কালরাতে নিহতদের স্মরণে সারা দেশে এক মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এর আওতার বাইরে ছিল যানবাহন ও গুরুত্বপূর্ণ স্থাপনা। কর্মসূচি পালনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক গণহত্যার শিকার শহীদদের স্মরণে গত বছরও এই দিনে পুরো দেশ ১ মিনিটের জন্য অন্ধকারে রাখা হয়েছিল।

জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ২০১৭ সালে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার।

১৯৭১ সালের এ রাতে ঘুমন্ত, নিরস্ত্র, নিরীহ বাঙালিদের ওপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি শাসকগোষ্ঠী। সেই রাতকে স্মরণ করতেই সরকারের পক্ষ থেকে ব্ল্যাকআউটের এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

Tags: