muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শিগগিরই পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ

দেশের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক রাজধানীর কষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি স্বাস্থ্য সেবার পরিধি ও মান বৃদ্ধি করতে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন নতুন বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এর মধ্য দিয়ে সাধারণ মানুষের দোরগোঁড়ায় আধুনিক স্বাস্থ্য সেবাকে আরো সহজলভ্য ও সুলভ করার কাজ শুরু করেছে সরকার। যাতে দেশের একজন মানুষও মানসম্মত স্বাস্থ্য সেবার আওতার বাইরে না থাকে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

Tags: