muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

চট্টগ্রামে মার্চ মাসে প্রশংসনীয় কার্যক্রমের জন্য ২৩জন পুলিশ পুরস্কৃত

আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটনসহ বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে কর্মদক্ষতা যাচাই করে মাসিক কল্যাণ সভায় পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।

২০১৯ সালের মার্চ মাসে প্রশংসনীয় কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত পুলিশ সদস্যগণ হলেন- জনাব মো: ইফতেখার হাসান পিপিএম(বার), অফিসার ইনচার্জ, জোরারগঞ্জ থানা, চট্টগ্রাম।জনাব শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম, অফিসার ইনচার্জ, পটিয়া থানা, চট্টগ্রাম।

এস আই পদবীতে আক্কাস আলী, সাতকানিয়া থানা,মো: বাবুল মিয়া, চন্দনাইশ থানা,মো: সোলাইমান, সদ্বীপ থানা,আমিরুল মুজাহিদ, মীরসরাই থানা।মাহফুজুর রহমান, জোরারগঞ্জ থানা, পিএসআই পদবীতে মফিজুল ইসলাম, লোহাগাড়া থানা। এছাড়া এএসআই পদবীতে মো: নুরুল হাকিম, ফটিকছড়ি থানা,আবু তাহের, জোরারগঞ্জ থানা,মো: বিল্লাল হোসেন, লোহাগাড়া থানা,মো: মোর্শেদ আলম, সন্দ্বীপ থানা,মাঈন উদ্দিন, লোহাগাড়া থানা।

নারী এসআই পদবীতে লাকী খানম, ডিআইও বোয়ালখালী জোন, জেলা বিশেষ শাখা।
এসআই পদবীতে মো: আ: রহিম সরকার ডিআই ও হাটহাজারী জোন, জেলা বিশেষ শাখা,নাজমুল হাসান, ডিআইও বাঁশখালী জোন, জেলা বিশেষ শাখা।

ওয়াচার হিসেবে কনস্টেবল মো: সোলায়মান, হাটহাজারী জোন, জেলা বিশেষ শাখা,কনস্টেবল কামরুজ্জামান, লোহাগাড়া জোন, জেলা বিশেষ শাখা,কনস্টেবল মো: আলমগীর মাহমুদ, জেলা বিশেষ শাখা,কনস্টেবল মো: শামীম রেজা, জেলা বিশেষ শাখা।
নারী কনস্টেবল হিসেবে মেরী প্রভা দেবী, অপরাধ শাখা, পুলিশ অফিস।পুরুষ কনস্টেবল হিসেবে মো: সাইফুল ইসলাম, অপরাধ শাখা, পুলিশ অফিস,সজিব মিয়া, অপরাধ শাখা, পুলিশ অফিস।

চট্টগ্রাম জেলার আওতাভুক্ত থানাধীন ও জেলা পুলিশের বিভিন্ন  শাখা এবং ভিন্ন ভিন্ন পদবীর সর্বমোট  ২৩জন পুলিশ সদস্যকে চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক ২০১৯সালের মার্চ মাসের প্রশংসনীয় কার্যক্রমের জন্য পুরস্কৃত করা হয় এবং সনদ প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা,বিপিএম (বার) পিপিএম।

Tags: