muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সুনামগঞ্জের ছাতকে সড়ক সংস্কা‌রের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের সড়ক সংস্কার ও ড্রন নির্মানর দাবীতে সড়ক অবরোধ ক‌রে‌ছেন স্থানীয় বাসিন্দারা। শহরের  লাকি সেন্টার সাম‌নে  অটো-‌টেম্পুু ষ্ট্যান্ড থে‌কে উপ‌জেলা ভূমি অফিস পর্যন্ত  এক কিলামিটার সড়ক ৪ বছর  ধরে এলাকার হাজার হাজার মানুষে  দূভোগ শিকার হ‌চ্ছেন। খানা-খান্দ ভরপুর এ সড়কটি যান চলাচল অনুপ‌যো‌গি হ‌য়ে প‌ড়ে‌ছে । ঝুঁকি নিয়ে এ সড়ক দি‌য়ে যান চলাচল করছে দীর্ঘদিন ধরে। যাত্রীবাহী যানবাহন ছাড়াও লাফার্জ ‌হোল‌সিম , আকিজ গ্রুপ এবং ছাতক সি‌মেন্ট কারখানার পন্যবাহী ভারী যানবাহন চলাচল করছে এ সড়ক দিয়ে। জনগুরুত্বপূর্ণ এ সড়কের পাশেই উপজেলা পরিষদ। উপজলা ভূমি অফিস, সাব-রে‌জিষ্ট্রার অফিস, খাদ্য গাদাম, রেলওয় ষ্টেশন, সুর্যর হাসি ক্লিনিক, উপ‌জেলা প্রানী সম্পদ অফিসসহ ছাতক ডিগ্রী ক‌লেজ , টেক‌নিকল স্কুল এন্ড ক‌লেজ , ছাতক সরকারী বহুমূখী মডল হাই স্কুল  যাতায়াতকারী লোকজন ও শিক্ষার্থীদের‌কে  এ সড়ক ব্যবহার কর‌তে হ‌চ্ছে । ভাঙ্গা-চুরা এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কা‌রের  দাবী জানিয়ে আস‌ছেন কোট রোড এলাকার বাসিন্দারা।  ছাতক পৌর সভার মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তারা একাধিকবার সড়ক সংস্কা‌রে আবদন করে ও কোন সুফল  প‌া‌চ্ছেন না । গত সোমবার সকাল ৮ টা থে‌কে  এ সড়ক সংস্কার  ও পাশ ড্রন নির্মানর দাবীত সড়কটি অবরোধ ক‌রেন  এলাকাবাসী। এত দীর্ঘ যানজটর সৃ‌ষ্টি হয়ে‌ছে । এসময় সড়কে দুই পা‌শে  আটকা পড় শ’শ যাত্রীবাহী যানসহ পন্যবাহী ভারী যানবাহন। সড়ক বন্ধ  ও স্থানীয় লোকজন  রাস্তায় দাড়িয়ে  সড়ক অবরোধ ক‌রেন। সড়ক অব‌রোধকা‌লে ছাতক পৌর সভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমন, মহিলা কাউন্সিলর তাসলিমা জানাত কাকলী, নুরু মিয়া তালুকদার, মাষ্টার মখছুদ হাসন, আব্দুর রহিম, বাবুল মিয়া, মুক্তিযাদ্ধা আব্দুল হানান, নুরুল হক, ফয়সল মিয়া চৌধুরী, বাকী বিল্লাহ, সুলমান মিয়া, ফারুক মিয়া, তারেক আহমদ, ছাদিক মিয়া তালুকদার, নুরুল ইসলাম, আব্দুল ছুবহান, সুমন মিয়া, আলমগীর হাসন, সুহল মিয়া, আইয়ুব আলী, আব্দুল হকিম, মানিক মিয়া, লাল মিয়া, বাদশা মিয়া, মনির উদ্দিন, শুকুর আলী, ফজর উদ্দিন, সাকিব মিয়া প্রমূখ। দুপুর ১ ঘটিকায় ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনাস্থ‌লে পৌ‌ছে অবরোধ তো‌লে দেয়ার চেষ্টা ক‌রেন। রহস্যজনক কার‌নে অবরোধকা‌রি  সড়ক অবরোধ প্রত্যাহার করে‌নি । কর্তপক্ষর আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ  কর্মসূচি অব্যাহত থাকবে  বল জানিয়ে‌ছেন অবরোধকারীরা। 

Tags: