muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বরগুনায় ৫দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু

আজ থেকে বরগুনায় ৫দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। স্থানীয় শিমুলতলায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মেলা বাস্তবায়ন কমিটি ঐতিহ্যবাহী এ মেলার অয়োজন করে। বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

৫দিনব্যাপী এমেলার কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে প্রভাতী সঙ্গীতের মাধ্যমে নতুন বছরকে বরণ, সূর্যোদয়ের পরে বাঙ্গালীভোজ, মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্গণ প্রতিযোগিতা, আবৃতি, হা-ডু-ডু, বৌচি খেলা, , সাংস্কৃতিক অনুষ্ঠান, মুর্শিদী, মারফতি, ভাওয়াইয়াহয়লা গান, নীল নৃত্য, গুল প্রতিযোগিতা বাঁশী বাজানো, লালন গীতি, হাছন রাজার গান, পল্লীগীতি, লোক সঙ্গীত, ঘুড়ি উড়ানো, পুথি পাঠ, কৌতুকাভিনয়, স্বরচিত কবিতা আবৃতি, কবি গান, তৈলাক্ত কলাগাছে উঠা ও দাঁড়িয়াবাঁধা, বাউল গান ও বরগুনার আ লিক গানের প্রতিযোগিতা। মেলায় দেড় শতাধিক স্টলের আয়োজন করা হয়েছে।

Tags: