muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে উপজেলার ১৫ জন মৎস্য চাষীর মাঝে উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তোফাজ উদ্দিন আহমেদ। এর মধ্যে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি)-২ এর আওতায় ১২ জন প্রদর্শনী মৎস্য চাষীকে ২ হাজার ৪ শ কেজি মৎস্য খাবার এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় ৩ জন মৎস্য চাষীকে মোট ১হাজার কেজি মৎস্য খাদ্যসহ খৈল ও চুন বিতরণ করা হয়। এছাড়া ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি)-২ প্রকল্পের আওতায় ৪০ জন নার্সারি অপারেটরকে মানস্মত পোনা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল কুমার দে, উপ-সহকারী প্রকৌশলী আহম্মদ আলী, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল আলম, উপজেলা ইউএনও অফিসের নাজির মোঃ রাফিউল হক সহ সরকারী কর্মচারীবৃন্দ।

Tags: