muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

তালতলীতে বিদ্যুত কেন্দ্রে চাঁদাবাজী মামলার আসামী গ্রেফতার

বরগুনার তালতলীতে বিদ্যুত কেন্দ্রে ৩০ লক্ষ টাকা চাঁদাবাজী মামলার আসামী জালাল উদ্দিন আকন (৪০)কে গ্রেফতার করা হয়েছে। তালতলী থানা পুলিশের সহায়তায় বরগুনার ডিবি পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে অংকুজানপাড়ার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, উপজেলার জয়ালভাঙ্গায় পাওয়ার চায়না রিসোর্স লিমিটেড’ ও বাংলাদেশের আইসোটেক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘আইসোটেক ইলেক্ট্রিফিকেশন কোম্পানি লিমিটেড যৌথভাবে ৩০৭ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্র নির্মিত হচ্ছে। অংকুজানপাড়া গ্রামের জালাল উদ্দিন আকনের নেতৃত্বে স্থানীয় কতিপয় লোকেরা এ নির্মান কাজে বিভিন্ন প্রকারে বাঁধা দেয়। স্থানীয় লোকদের বাঁধা শামলাতে না পেরে কোম্পনীর সাইট সুপারভাইজার মুরাদ আহমেদ বাদী হয়ে গত বছরের ১৭ জুলাই ৩০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

তালতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, শুক্রবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের মাধ্যমে জালালকে বরগুনা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Tags: