muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে অবাঞ্ছিত গ্রুপ ব্লক করবেন যেভাবে

বিভিন্ন নামে গ্রুপ তৈরি করে সম্মতি ছাড়াই বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের সেখানে যুক্ত করেন অনেকে। তবে প্রাইভেসি সেটিংস অপশনে পরিবর্তন এনে অবাঞ্ছিত গ্রুপ ব্লক করা সম্ভব।

হোয়াটসঅ্যাপের Settings tab-এ ক্লিক করে Accounts অপশনে প্রবেশের পর Privacy নির্বাচন করতে হবে। এবার Groups-এ ক্লিক করলেই ‘Everyone’, ‘My Contacts’ and ‘Nobody’ নামে তিনটি অপশন দেখা যাবে।

নির্দিষ্ট অপশনে ক্লিক করে কোন ধরনের বন্ধুরা তাদের গ্রুপে আপনাকে যুক্ত করতে পারবে তা নির্বাচন করা যাবে।

Tags: