muktijoddhar kantho logo l o a d i n g

হোসেনপুর

হোসেনপুরে ভেজাল বিরোধী অভিযানে নকল জুস কারখানার সন্ধান

হোসেনপুরে রমজান মাস উপলক্ষে ভেজাল বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নকল জুস কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১৪।

বুধবার দুপুরে হোসেনপুর উপজেলা প্রশাসন ও র‌্যাব-১৪ পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্য আড়াইবাড়িয়া গ্রামের মৃত আশুখাঁর পুত্র রোবহান উদ্দিন খানের বাড়িতে খাঁন ফুড এন্ড বেভারেজ নকল কোম্পানীতে অভিযান চালায়।

এসময় তরল পানীয় দ্রব্য ম্যাংগো জুস, অরেন্স জুস, লিচুর জুস, আইসপপ, পটেটোচিপসসহ নকল কারখানার বিপুল পরিমান মালামাল নষ্ট ও কারখানা গুড়িয়ে দেয়া হয়। কারখানা মালিক রোবহান উদ্দিনের স্ত্রী হ্যাপি আক্তার (৪৫)কে ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন ও বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালত ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার লে: এম শোভন খান জানান, বোরহান উদ্দিন খান তার বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বিভিন্ন ধরনের তরল পানীয় ও খাদ্য দ্রব্য উৎপাদন এবং বাজারজাত করে আসছিল।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমল কুমার ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, কিশোরগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইব্রাহিম হোসেন, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার উপস্থিত ছিলেন।

Tags: