muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

তানিয়াকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে কুলিয়ারচরে মানববন্ধন

নার্স তানিয়াকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (১০ মে) সকাল ১১ টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ চত্বরে যুগান্তর স্বজন সমাবেশ ও সুশীল সমাজের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পাশ্ববর্তী কটিয়াদী উপজেলায় চলন্ত বাসে শাহিনুর আক্তার তানিয়া (২৩) নামের এক নার্সকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এ মানববন্ধনে পুলিশ প্রসাশনের সদস্য, দৈনিক যুগান্তরের স্বজন, শিক্ষক, শিক্ষার্থী, মিডিয়া কর্মী, দলীয় নেতাকর্মী ও সুশীল সমাজের লোকজন অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ নামক ব্যাধি এখন সমাজে মহামারি আকার ধারন করেছে। যেখানে সেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত বাদ যাচ্ছে না ধর্ষণের হাত থেকে। দেশে ধর্ষণকারীদের উপযুক্ত বিচার না হওয়ায় তানিয়ার মতো মেয়েরা চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়ে ধর্ষণকারীদের হাতে খুন হচ্ছে। তানিয়া ধর্ষণ ও খুনের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদানের জোর দাবি জানান তারা । এছাড়া আইনজীবিদের ধর্ষকের পক্ষে না দাড়ানোর আহবানও জানান তারা।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহআলম, মোঃ নুরুন্নবী ভূইয়া, মোঃ নাঈমুজ্জামান নাঈম ও পুলিশ প্রশাসনের লোকজনসহ যুগান্তর স্বজন অনীল চন্দ্র সাহা, মতিয়ার রহমান, সৈয়দ জাকারিয়া, শর্মীষ্টা দাস, রাকিবুল হান্নান মিজান, আলী হায়দার শাহীন, মোশাররফ হুসেন, মোবারক হোসেন হৃদয়, অজয় দাস, সাকিল খান, নিখিল দাস, রনি মিয়া, মোশাররফ ও অন্যান্য স্বজনেরা । এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম, পলাশ দাস, শাওন দাস, নুরুল মিল্লাত, সাকিব, সালাহ উদ্দিন, পরিতোষ চন্দ্র গোপ, মোবারক হোসেন, নিকিল, নার্স লিয়াজা আক্তার, নিত্যলাল দাস, ডিএসবি রবিউল, সৈয়দ নাদিম উল্লাহ, রনি, আল মামুন ও মোহাম্মদ আরীফুল ইসলাম প্রমুখ।

Tags: