muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

তানিয়াকে ধর্ষণ ও হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে “মানবতার ছোঁয়া” সংগঠনের মানববন্ধন

অদ্য ১১ই মে ২০১৯ ইং কিশোরগঞ্জ সদর উপজেলার প্রাণকেন্দ্র আখড়াবাজার ব্রীজ সংলগ্ন চত্বরে শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে “মানবতার ছোঁয়া” সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মেয়ে শাহিনুর আক্তার তানিয়া। ঢাকার ইবনে সিনা হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বেতন থেকে কষ্ট করে জমানো টাকা দিয়ে একটি এনড্রয়েড মোবাইল ফোন কিনে ছোট ভাইকে দিবেন বলে এবং পরিবারের সঙ্গে ১ম রোজার ইফতার করবেন বলে বাড়িতে ফিরছিলেন। কিন্তু বাড়িতে আর ফেরা হলো না তার। স্বর্ণলতা বাসের ড্রাইভার, হেল্পার ও যাত্রী নামক কিছু কুলাঙ্গার তাকে ধর্ষণ ও হত্যা করে শেষ করে দেয় তার জীবন। শেষ করে দেয় তার পরিবারের আকাঙ্ক্ষা। এই অপরাধের দৃষ্টান্ত মূলক শাস্তি চায় জনগণ।

তারা আরও বলেন, জনগণের পক্ষ থেকে “মানবতার ছোঁয়া” সংগঠন দ্বারা মানববন্ধন পালিত হয়। প্রশাসনের কাছে এটাই চাওয়া যেন কিশোরগঞ্জ এর মত মফস্বল শহর সহ বাংলাদেশের কোথায় ভবিষ্যতে এমন নগণ্য ঘটনার সৃষ্টি না হয়।

Tags: