
ইটনায় আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন
কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস এসোসিয়েশনের আয়োজনে রবিবার সকালে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়। “সেবাই ধর্ম” শ্লোগানে সকালে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বাহির বাহির করা হয়। র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন ডাঃ নাদিরুল আমিন, ডাঃ উম্মে সালমা সুমী, ডাঃ তাসাদ্দুক হোসেন, নার্সিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আফরোজা আক্তার, রাজিব দেবনাথ, আলাল মিয়া, রাকিবা আক্তার, সাজিয়া আক্তার, মাসুদা আক্তার, তাসলিমা খাতুন, এমটিপিআই মোফাজ্জল হোসেন প্রমুখ। সভা সঞ্চালনায় স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান ভূইয়া।