
তাড়াইলে না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব মিয়া
কিশোরগঞ্জের তাড়াইলের বীরমুক্তিযোদ্ধা বিডিআরের (বিজিবি) অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক আবদুল মোতালিব মিয়া (মতি মিয়া) বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহে………. রাজিউন)।
উপজেলার তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের কালনা গ্রামের মরহুম সরু বেপারির ছেলে মুক্তিযোদ্ধা মতি মিয়া গতকাল ১৩ মে সোমবার দিবাগত সন্ধ্যা ৭ টা ৪০মিনিটে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন।প্রায় ৭২ বছর বয়সী মতি মিয়া মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে এবং ১ ছেলে রেখে গেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় তাড়াইল সাচাইল কাছেমুল উলুম মাদ্রাসার মাঠে জানাজার নামাজ শেষে উপজেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এর আগে তাড়াইল থানা পুলিশের একটি দল মুক্তিযোদ্ধা মতি মিয়ার সম্মানে গার্ড অব অনার প্রদান করেন।এ সময় ফুলের তোড়া ও জাতীয় পতাকায় শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই প্রমূখ।