muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত

আন্তার্জাতিক জাদুঘর দিবস- ২০১৯ খ্রি. উপলক্ষ্যে ময়নামতি জাদুঘর, শালবন বিহার, কুমিল্লা এর উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশবিশেষ হিসেবে ২ দিন ব্যাপি ময়নামতি জাদুঘর আলোকসজ্জাকরণ করা হয়। শনিবার ময়নামতি জাদুঘর, শালবন বিহার, কাস্টোডিয়ানের কার্যালয় এর সামনে থেকে ময়নামতি জাদুঘর, শালবন বিহার, আঞ্চলিক পরিচালক অফিসে নিয়োজিত দৈনিক শ্রমিক, কর্মচারি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান, মোঃ হাফিজুর রহমান, আঞ্চলিক পরিচালক অফিসের সহকারি পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারি অধ্যাপক (বিভাগীয় প্রধান) মোঃ সাদেকুজ্জামান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান এর উপস্থিতিতে বর্ণাঢ্য র‌্যালি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সড়ক প্রদক্ষিণ করে ময়নামতি জাদুঘর অফিসের সামনে এসে সমাপ্ত করা হয়। র‌্যালি শেষে ময়নামতি জাদুঘর রেস্ট হাউজ প্রাঙ্গনে ময়নামতি জাদুঘর, শালবন বিহার, আঞ্চলিক পরিচালক অফিসে নিয়োজিত দৈনিক শ্রমিক, কর্মচারি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দদের নিয়ে ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান, মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে আন্তর্জাতিক জাদুঘর দিবস- ২০১৯ খ্রি. উপলক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আতাউর রহমান, আঞ্চলিক পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাদেকুজ্জামান, সহকারি অধ্যাপক (বিভাগীয় প্রধান), প্রত্নতত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. আহমেদ আবদুল্লাহ, সহকারি পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ, সর্বশেষে ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মোঃ হাফিজুর রহমান সকলকে ধন্যবাদ দিয়ে সেমিনার অনুষ্ঠানের সমাপ্তি করেন। পরে সকলের উপস্থিতিতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আন্তর্জাতিক জাদুঘর দিবস- ২০১৯ খ্রি., প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারি ও অফিসের সকল প্রকার কর্মকান্ড সফলতার জন্য দোয়া করা হয় এবং শেষে সকলকে ইফতার ও খাবার পরিবেশনের মাধ্যমে ০২ (দুই) দিনব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Tags: