muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ঈদ উপলক্ষে আমতলী ঢাকা রুটে যাত্রীদের অতিরিক্ত লঞ্চ দেয়ার ঘোষণা

বরগুনার আমতলী ঢাকা-রুটে  চলাচলকারী যাত্রীদের জন্য  পবিত্র ঈদুল ফিতরে বিশেষ সেবার  উদ্যোগ নিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। আমতলী – ঢাকা নৌ রুটে   প্রায় দুই তিন বছর ধরে এমবি হাসান হোসেন ও এমবি  ইয়াদ, এমবি সুন্দরবন বিলাস বহুল  তিনটি লঞ্চ চলাচল করছেন। প্রতিদিন এ লঞ্চগুলি  আমতলী থেকে ঢাকা আবার ঢাকা থেকে আমতলী রুটে  চলাচল করছেন। যাত্রীরা  আরাম আয়েশে রাজধানী ঢাকার সাথে  এ নৌপথে চলা চল করছে।  সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চ  মালিকরা যাত্রীদের  ঢাকা আমতলী রুট দিয়ে যাতে কোন প্রকার অসুবিদা  না হয়। সেজন্য সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে লঞ্চ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে ।এমবি ইয়াদ লঞ্চের মালিক মো. মামুনুর রশিদ ,  এমবি সুন্দর বনের মালিক  আলহাজ¦ সাইদুর রহমান রিন্টু, হাসান হোসেন লঞ্চের মালিক হাফিজুর রহমান জানান, আমতলী ঢাকা লঞ্চ রুটের  যাত্রীদের  জন্য সুব্যবস্থা করা হয়েছে  ঈদ উপলক্ষে আরো অত্যাধুনিক লঞ্চ দেয়া হবে। । প্রয়োজনে রোটেশন  বাতিল করে  আরো অতিরিক্ত লঞ্চ দিয়ে এ রুটের যাত্রীদের ভ্রমন নিশ্চিত করা হবে। ঈদের এক সপ্তাহ আগে থেকে ঈদ-পরবর্তী এক সপ্তাহ এই বিশেষ যাত্রীসেবা চালু থাকবে। এ রুটে চলাচলকারী যাত্রী   ব্যবসায়ী কামাল হোসেন বলেন  লঞ্চ তিনটি ভাল ভাবেই যাত্রী সেবা দিয়ে যাচ্ছে।  আমতলী ঢাকা রুটে চলাচল কারী যাত্রীরা লঞ্চ  মালিকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

Tags: