muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

আদালত থেকে পালানো আসামির আদালতেই আত্মসমর্পণ!

কিশোরগঞ্জে আদালত ভবন থেকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়ার সাত দিন পর মুর্শিদ মিয়া নামে মাদক মামলার আসামি আদালতেই আত্মসমর্পণ করেছেন।

রোববার (২৬ মে) কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। তবে আদালতের বিচারক আল মামুন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। একই সঙ্গে পালিয়ে যাওয়ার অপরাধে কিশোরগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়।

মুর্শিদ মিয়া জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের আক্কাছ মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত ১৯ মে বিকেলে ভৈরব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির করার জন্য মুর্শিদ মিয়াকে আদালত প্রাঙ্গনে আনা হয়। কিন্তু এজলাসে উঠানোর আগেই পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায় মুর্শিদ।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ভৈরব থানা পুলিশের পাঁচ কনস্টেবল মো. নাজিম উদ্দিন, ফয়সাল আহমেদ, মন্তাজ মিয়া, মো. শাহজাহান ও জয়নাল আবেদীনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। কিন্তু অনেক খোঁজাখুজি করেও তাকে ধরতে পারেনি পুলিশ।

Tags: