muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

গভীর রাতে অগ্নিদগ্ধ শিশু মারিয়ার লাশ নিজ বাড়িতে : সকালে দাফন সম্পন্ন

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাইতো দেশ বিদেশের বিত্তবান কিংবা সামর্থবান অনেকে এগিয়ে এসেছিলো মারিয়ার জীবন বাঁচাতে। কিন্তু কে জানে সৃষ্টি কর্তার ডাকে সাড়া দিয়ে অকালেই তাকে এভাবে চলে যেতে হবে পরপারে। মৃত্যুর সাথে পরাজয় বরণ করে মা বাবা আত্মীয় স্বজন এবং তার চিকিৎসার জন্য এগিয়ে আসা দেশ বিদেশের হাজার হাজার মানুষকে কাঁদিয়ে  চলে গেল না ফেরার দেশে। 

বুধবার সকালে ঢাকাস্থ বার্ণ ইউনিটের ২য় তলায় এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত দেড়টার সময় শিশু মারিয়ার নিথর মরদেহ গ্রামের বাড়ি নায়ড়া গ্রামে এসে পৌছায়।। বৃহস্পতিবার সকাল ১১টার সময় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। এসময় জানাজায় সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সকল সাংবাদিকবৃন্দ সহ এলাকার সব শ্রেণির মানুষ উপস্থিত থেকে শিশু মারিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।  

উল্লেখ্য, যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামের ভাটার ট্রলি চালক হত দরিদ্র রুবেল হোসেনের শিশু কন্যা মারিয়া (৭) এবং স্থানীয় নায়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর মেধাবী ছাত্রী ছিলো সে।

Tags: