muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় মোটেলে বন্দুকধারীর গুলি, নিহত ৪

অস্ট্রেলিয়ার ডারউইনে একটি মোটেলে এক বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে উত্তর অস্ট্রেলিয়ার ওই শহরে এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডারউইনের ম্যাকমিন স্ট্রিটের পামস নামের ওই মোটেলে ঢুকে বিভিন্ন কক্ষে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায় বন্দুকধারী।

হামলার প্রায় ঘণ্টা খানেক পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করে পুলিশ।

নর্দান টেরিটোরি পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক লি মরগান গুলিতে চারজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে এ ঘটনায় আরো দুজন আহত হওয়ার কথা জানিয়েছেন।

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ হামলার ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলে মন্তব্য করেছেন।

প্রাথমিকভাবে  পুলিশ ধারণা করছে ওই ব্যক্তি একাই এ হামলা চালিয়েছে। তারা এ ঘটনায় সন্দেহভাজন আর কাউকে খুঁজছে  না।

অস্ট্রেলিয়ায় ১৯৯৬ সালে অস্ত্র আইনের ব্যাপক সংস্কারের পর সেদেশে বড় ধরনের গোলাগুলির ঘটনা নেই বললেই চলে। ওই বছর তাসমানিয়ায় গুলিতে ৩৫ জন নিহত হওয়ার পর দেশটি অস্ত্র আইনে পরিবর্তন আনে।

Tags: