muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজশাহীতে যথাযথ ভাবগার্ম্ভীর্যে ঈদ উদযাপন

রাজশাহীতে যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বুধবার সকাল ৮টায় রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় শাহমখদুম ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদের জামাতে রাজশাহীর রাজনৈতিব ব্যক্তিত্ব, সরকারের আমলা ও অন্যান্য মানুষ নামায আদায় করেন। নামায শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

এ ছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত। রাজশাহীতে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত হচ্ছে। 

রাজশাহী মহানগর ছাড়াও জেলার ৯টি উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয়। তবে এ সকল উপজেলায় সকাল ৯টার পরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামায শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। 

এদিকে, বুধবার ভোর তিনটা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণের জেলার বিভিন্ন উপজেলার নির্ধারিত ঈদগাহে ঈদের নামায অনুষ্ঠিত হয়নি। বিকল্পভাবে ভাগ ভাগ করে মসজিদে ঈদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয়।

Tags: