muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নেত্রকোনায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা

নেত্রকোনা জেলার পূর্বধলায় এ কে এম কুতুব উদ্দিন নামে (৫৫) এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ জুন) উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই নিহতের ঘটনাটি ঘটেছে।

কুতুব উদ্দিন (৫৫) উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।স্বজনদের অভিযোগ কুতুব উদ্দিনকে পিটিয়ে হত্যা করেছে তার ভাতিজা আজিজুল হক, মোজাম্মেল হক, আব্দুস সাত্তার, এমদাদুল হক, বাশার ও মাসুদের লোকজন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার পূর্বধলার ভবানীপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কুতুব উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে তার ভাই সামছুল ইসলামের ছেলে আজিজুল হক ও মোজাম্মেল হকের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কুতুব উদ্দিনের ওপর চড়াও হয় ভাতিজা মোজাম্মেল হক ও আজিজুল হক।

হামলাকারীরা কুতুব উদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে আজ বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে পুলিশ এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

Tags: