muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বিষখালী নদীর পানি সম্পদ প্রতিমন্ত্রীর ভাঙ্গন রোধের আশ্বাস

বরগুনার বেতাগীতে পানি সম্পদ প্রতিমন্ত্রী (কর্ণেল অব:) জাহিদ ফারুক শামীম সফর করেন। শনিবার (১৫ জুন) বিকাল ৪ টায় বিষখালী নদীর ভাঙ্গন কবলিত উপকূলীয় এ উপজলোর ক্ষতিগ্রস্থ শহর রক্ষাবাঁধ ও বুড়ামজুমদার ইউনিয়নের বদনীখালী, কালিকাবাড়ি বন্দর পরিদর্শণ করেন। সাথে ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন, পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান। এছাড়াও বরিশাল জোনের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়লে আহম্মেদ, বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান, বরগুনার নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস, বেতাগী পৌরভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, পৌর আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক হাদীসুর রহমান পান্না ও যুবলীগের সভাপতি জহরিুল ইসলাম লিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমিন্ত্রী (কর্ণেল অব:) জাহিদ ফারুক শামীম এখানকার ভাঙ্গন রোধে পদক্ষপে গ্রহণের আশ্বাস দেন।

Tags: