muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

সাকিবের ৬০০০ রানের মাইলফলক

ওয়ানডে ক্রিকেটে ৬০০০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।

আজ সোমবার টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ডাউনে ব্যাট করতে নামেন তিনি। ওসানে থমাসের করা ১৫তম ওভারের দ্বিতীয় বলটি থার্ড ম্যানে ঠেলে দিয়ে দুই রান নেন তিনি। তাতে তার ব্যক্তিগত রান ২২ থেকে ২৪ পৌঁছায়। আর তার ওয়ানডে ক্যারিয়ারের মোট রান ৬০০০ এর কোটা ছাড়িয়ে যায়। পাশাপাশি তার ঝুলিতে ২৫২টি উইকেটও রয়েছে।

১৯০ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যা অলরাউন্ডারদের মধ্যে সবচেয়ে কম ইনিংস। সাকিবের আগে অলরাউন্ডারদের মধ্যে শহিদ আফ্রিদি ২৯৪ ইনিংস খেলে এই রান করেছিলেন। জ্যাক ক্যালিসের লেগেছিল ২৯৬ ইনিংস। সনাথ জয়সুরিয়ার লেগেছিল ৩০৪ ইনিংস! 

ব্যাটসম্যানদের মধ্যে বীরেন্দর শেবাগ ও শিব নারায়ণ চন্দরপলও ১৯০ ইনিংস খেলে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন।

Tags: