muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বিড়ির উপর শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিড়ি শ্রমিকরা।

মঙ্গলবার (১৮ জুন) কিশোরগঞ্জের বড়পুল এলাকায় যানবাহন অবরোধ করে বিড়ি শ্রমিক ফেডারেশন এ কর্মসূচি পালন করে। এতে বিড়ি শ্রমিক ফেডারেশন এর কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক বজলুর রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক করিম মিয়া বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সিগারেটের ম‚ল্য বৃদ্ধি করে বিড়ির দাম কমাতে হবে। ভারতের ন্যায় বাংলাদেশেও বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। বিড়ির ওপর শুল্ক প্রত্যাহার করতে হবে। বিদেশি সিগারেটের ব্যবসা এদেশ থেকে বন্ধ করে দিতে হবে। এবং অসহায় বিড়ি শ্রমিকদের ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে ও বিড়ির শ্রমিকদের স্বার্থে বিড়ি শিল্পকে টিকিয়ে রাখতে হবে।

কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Tags: