muktijoddhar kantho logo l o a d i n g

তাড়াইল

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও ঘাতক ট্রাক চালকের বিচারের দাবীতে তাড়াইলে মানববন্ধন

কিশোরগঞ্জের তাড়াইলের বিল্ডিং শ্রমিকসহ দুইজন সড়ক দূর্ঘটনায় নিহতদের স্মরণে ও ঘাতক ট্রাক ড্রাইভারের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, সোমবার ২৪ জুন দুপুর ১ টা ৩০মিনিটে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কের কলতাপাড়া নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতরা তাড়াইল থেকে ময়মনসিংহ যাওয়ার সিএনজি’র যাত্রী ছিলেন।

নিহতরা হলেন উপজেলার জাওয়ার ইউনিয়নের মৃত আবদুল মালেকের ছেলে জিয়াউর রহমান(৪০) ও সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ওয়াফিজ মিয়ার ছেলে আপতু মিয়া(৫০)।

এছাড়া ওই ঘটনায় গর্ভবতী মহিলাসহ অপর তিনজন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎধীন আছে। ঘাতক ট্রাক ড্রাইভারের বিচারের দাবিতে কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ ও শ্রমিক ইউনিয়নের উপজেলার জাওয়ার ইউনিয়ন বিল্ডিং নির্মাণ ও শ্রমিক ইউনিয়নের ব্যানারে আজ বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ,জাওয়ার ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

আরও জানা যায়, নিহত জিয়াউর রহমানের গর্ভবতী স্ত্রী’র গর্ভের সন্তান দূর্ঘটনায় মারা যায়।

Tags: