muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

কিশোরগঞ্জের কটিয়াদীতে হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জুলাই) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কটিয়াদী উপজেলার পাঁচগাঁথিয়া গ্রামের আলিমুদ্দীন ও তাঁর স্ত্রী নূরজাহান। আসামিদের ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৮ আগস্ট দুপুরে বাড়ির আঙ্গিনা থেকে গাছ কাটাকে কেন্দ্র করে একই গ্রামের মৃত নূরুজ্জামানের ছেলে মান্নানকে কুপিয়ে ও বল্লম দিয়ে হত্যা করে আসামিরা। ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় একই দিন নিহত মান্নানের মা ফাতেমা খাতুন বাদী হয়ে আলীমুদ্দিন ও নূরজাহানকে আসামি করে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৮ অক্টোবর আদালতে এই দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন।

২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ ১৫ বছর পর আজ এ মামলার রায় ঘোষিত হলো।

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট যজ্ঞেশ্বর রায় ও আসামিপক্ষে অ্যাডভোকেট অশোক সরকার মামলাটি পরিচালনা করেন।

Tags: