muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ফেসবুক থেকে তামিমের ভেরিফায়েড পেজ উধাও

গত চার বছরে বিশ্বের অন্যতম সেরা ওপেনার তিনি। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তার ওপর ছিল পাহাড়সমান প্রত্যাশা। তা তো পূরণ করতে পারেননিই, উল্টো তামিম ইকবালের পুরো বিশ্বকাপটা কেটেছে একেবারে বাজেভাবে। সে জন্য সহ্য করতে হচ্ছে নানা সমালোচনা।

৯ ম্যাচের ৮ ইনিংস ব্যাটিংয়ে নেমে তামিম করেছেন মাত্র ২৩১ রান। অফফর্ম হতেই পারে, কিন্তু দেশসেরা ওপেনার বেশিরভাগ ইনিংসে যেভাবে আউট হয়েছেন, সেটা দৃষ্টিকটুই ঠেকেছে। ফিল্ডিংয়েও করেছেন নানা ভুল। প্রশ্ন উঠেছে তার ফিটনেস নিয়েও। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তামিম।

সেই সমালোচনা থেকে বাঁচতেই কি ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজটি বন্ধ করে দিলেন তামিম? সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে আজ (শনিবার) থেকে ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দেশসেরা ওপেনারের ভেরিফায়েড ফেসবুক পেজটি ।

এর আগেও একবার এমন কাজ করেছিলেন তামিম। চারদিক থেকে আসা সমালোচনা সহ্য করতে না পেরে আগেও একবার ফেসবুক পেজটি বন্ধ করে দিয়েছিলেন তিনি।

Tags: