muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

জলঢাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নীলফামারীর জলঢাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ ও শুকনা খাবার বিতরন করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে গোলমুন্ডা ও শৌলমারী ইউনিয়নে এ সব ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা।

এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, গোলমুন্ডা ইউ’পি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন,শৌলমারী ইউ’পি চেয়ারম্যান প্রানজিৎ কুমার রায় পলাশ প্রমুখ।

উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ইউনিয়নের চর হলদিবাড়ি, সাইফন বাজার ও ভাবনচুর গ্রামে ২১০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও ১৯০ পরিবারকে শুকনা খাবার এবং শৌলমারী ইউনিয়নের বানপাড়া গ্রামে ৩০০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরন করা হয়।

উপজেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা ময়নুল হক জানান, টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। বন্যার্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাতœক সহযোগীতা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজাউদৌলা জানান, ‘‘বন্যার্ত পরিবার গুলোকে সহায়তার জন্য
ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নগদ ১লাখ টাকা,৫০ মেঃটন চাল ও ২০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পেয়েছি।’’

Tags: