muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

গাবতলীতে স্কুলের ছাত্রীর আত্মহত্যা

বগুড়া গাবতলীর কাগইল করুণা কান্ত উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী ফাতেমা খাতুন (১৫) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল অনুমানিক সকাল ৯টা ৪৫মিঃ।

জানা যায়, উপজেলার কাগইল (কৈঢোপ) গ্রামের আব্দুল হালিমের কন্যা ও কাগইল কে. কে উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ফামেতা খাতুন (রোলঃ ৮৯, শাখাঃ খ) পারিবারিক কলহের জের ধরে তাঁর
নিজ বাড়ীতে ট্যাসটেবলেট খায়। এরপর সে কীটনাশক খাওয়া অবস্থায় সকাল ৯টা ১৫মিঃ সময়ে বিদ্যালয়ে আসে। হাইস্কুলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্কুল কৃর্তপক্ষ চিকিৎসার জন্য বগুড়া
পাঠালে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করে।

এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহীন আকতার বানী জানান, ওই শিক্ষার্থী বাড়ী থেকেই গ্যাসটেবলেট খেয়ে বিদ্যালয়ে এসেছিল। বিষয়টি জানতে পেরে আমরা চিকিৎসার জন্য বগুড়ার পাঠানো হয়েছে। কি কারনে সে কীটনাশক খেয়েছে তা আমরা জানি না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী জানান, শিক্ষার্থী ফাতেমা খাতুনের গ্যাসটেবলেট খাওয়ার বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় কাগইল ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত লিয়াজো কর্মকর্তা থানার এসআই হাবিব ওই বিদ্যালয়ের শিক্ষাথী ফাতেমা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থান পরিদর্শন ও জিজ্ঞাসাবাদ করেছেন। এ রির্পোট লেখা পর্য়ন্ত মামলা দায়ের প্রস্তুতি চলচ্ছিল।

Tags: