muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

গণপিটুনি রোধে সারা দেশের পুলিশকে বার্তা

ছেলেধরা গুজবে গণপিটুনির ঘটনা যেন আর না ঘটে সেজন্য সারা দেশের পুলিশ ইউনিটগুলোতে বার্তা পাঠানো হয়েছে।

সোমবার পুলিশ সদর দপ্তর থেকে সহকারী মহাপরিদর্শক (এআইজি- অপারেশন্স) সাঈদ তারিকুল হাসানের সই করা এ বার্তা পাঠানো হয়।

ফেসবুক, টুইটার, ইউটিউব, ব্লগ এবং মোবাইল ফোনের মাধ্যমে ছেলেধরা সংক্রান্ত গুজব ছড়ানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে বার্তায় উল্লেখ করা হয়।

বার্তায় শিক্ষাপ্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, স্কুলে অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়, ছুটির পর অভিভাবকরা যাতে শিক্ষার্থীকে নিয়ে যান তা নিশ্চিত করা, প্রতিটি স্কুলের সামনে ও বাইরে সিসি ক্যামেরা স্থাপন, মেট্রোপলিটন এলাকা ও জেলা শহরের বস্তিতে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেয়া হয়েছে।

সারা দেশের পুলিশকে গুজব বন্ধে জনসচেতনতামূলক কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। এজন্য উঠান বৈঠকের মাধ্যমে গুজববিরোধী সচেতনতা সৃষ্টি কিংবা মাইকিং ও লিফলেট বিতরণ করতে বলা হয়েছে। কী ব্যবস্থা নেয়া হয়েছে তা আগামী তিন দিনের মধ্যে পুলিশ সদর দপ্তরকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে ওই বার্তায়।

Tags: