muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তৃতীয়বারের মতো জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৯ উৎযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমবায় কমিউনিটি সেন্টারে গিয়ে সমাপ্ত হয়। পরে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান,সদর উপজেলার নির্বাহী
অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া, গণতন্ত্রিক পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বাসিরুদ্দীন ফারুকী, নারী নেত্রী বিলকিস বেগম, সাংবাদিক আলম সারোয়ার টিটু, মানোয়ার হোসাইন রনি প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালেক্টরেট লাইব্রেরিয়ান মোঃ সারোয়ার আহম্মদ খান। জেলার সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো মেলায় অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্কাউট, বিএনসিসি, রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা, সুধীজন ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tags: