muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

গভীর নলকুপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী গভীর নলকুপের অপারেটরের গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল আকতার (৪২) নামে প্রতিবন্ধী এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ মাঠের গভীর নলকুপের মধ্যে।

জানা যায়, উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের চকদমদমা গ্রামের আলহাজ্ব চান মোহাম্মদের প্রতিবন্ধী ছেলে বাবুল নিজের জমিতে সেচের জন্য গভীর নলকুপের অপারেটর আয়ব আলীর কাছে যান। আয়ব আলী ওই কৃষককে গভীর নলকুপের ভেতরের বোর্ডের সুইচ দিয়ে সেচের পানি নিতে বলেন। সে মোতাবেক বাবুল গভীর নলকুপের ঘরের ভেতরে গিয়ে সুইচ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন।

বিষয়টি থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে যান। তানোর থানা এসআই হামিদুর ইসলাম হামিদ বলেন, আমি ঘটনা স্থলে গিয়েছিলাম। কারো কোনো অভিযোগ নেই। বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যান দেখছেন।

চান্দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, এটি একটি দুঘর্টনা। নিহতের পক্ষের লোকজনের কোনো অভিযোগ নেই।

Tags: