muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রিফাত হত্যা মামলায় চার্জশিট জমা দেয়নি পুলিশ, নতুন তারিখ ২২আগষ্ট

বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আজ বুধবার চার্জশিট জমা দেয়ার কথা ছিল। তবে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। চার্জশিট দাখিলের পরবর্তী তারিখ ২২ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনার থানার পরিদর্শক মো. হুমায়ুন কবির জানিয়েছেন, তিনি প্রতিবেদন তৈরিতে দিনরাত কাজ করছেন। তবে আজ বুধবার প্রতিবেদন দাখিল করা হবে না।
আলোচিত এই হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৫ জন। এজাহারভুক্ত ৪ আসামি এখনও পলাতক। প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। এ মামলায় ১৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে আহত করা হয়। বরিশাল মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা ১২ জনকে আসামি করে মামলা করেন।

Tags: