muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

এডিস মশা নিয়ন্ত্রণে বুধবার ঢাকায় আসছে জাতিসংঘ দল

ডেঙ্গু রোগের জীবানু বাহি এডিস মশা নিধনে সরকারকে সহায়তা করতে জাতিসংঘের একটি বৈজ্ঞানিক দল আগামী বুধবার (২১ আগস্ট) ঢাকায় আসবে।


আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা—আইএইএ, খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা—ফাও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা—হু’র ৩ জন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত দলটি এডিস মশার প্রজনন প্রাকৃতিক উপায়ে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করবে।


সোমবার ভিয়েনা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


অস্ট্রিয়ায় বাংলাদেশের দূতাবাসের বিশেষ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের দলটি আসছে। এ কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয় দূতাবাসকে সহায়তা করেছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের ৩ জন বিশেষজ্ঞ আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।


ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফর বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো বৈজ্ঞানিক জ্ঞান জানার চেষ্টা করছি আমরা। আমরা আইএইএ-কে ধন্যবাদ জানাই বাংলাদেশকে সহায়তা করার জন্য।’

Tags: