muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

যশোরে ২৪ ঘন্টায় ৬০ জন ডায়রিয়া আক্রান্ত

যশোর জেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ৬০ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। চলতি বছর ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭শ’ ৯২ জনে।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এছাড়াও গত ১ সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৩শ’ ৮৯ জন। আর চলতি মাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪শ’ ৮৪ জন।

এদিকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্র জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১৪ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ৪১ জন চিকিৎসা নিয়েছেন। ১ সপ্তাহে হাসপাতালে ভর্তি হন ১শ’ ২৩ জন। এক মাসে ভর্তি হয়েছেন ২শ’ ৯২ জন।

এ ব্যাপারে যশোরের সিভিল সার্জন অফিসের ডাক্তার মাশহুরুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন ডায়রিয়ার সময়। তবে পরিস্থিতি মারাত্মক নয়। পূর্বের তুলনায় শতকরা ১০ ভাগ বৃদ্ধি পেয়েছে।

Tags: