muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

দুর্দান্ত বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিল মেয়েরা

দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে অল্প রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এরপর ব্যাটিংয়েও দাপট। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ এক জয় তুলে নিয়েছে সালমা খাতুনের দল।

রবিবার স্কটল্যান্ডের আরব্রোথে যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলকে ৮ উইকেটে হারায় বাংলাদেশের মেয়েরা।

আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে ৮.২ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেয়েরা।

ওপেনার সানজিদা ইসলাম একাই করেন ৩০ রান। ৩৪ বলে ৩ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। জয় থেকে ৫ রান দূরে থাকতে ফেরেন তিনি।

সামান্থার করা সপ্তম ওভারের প্রথম বলে ওপেনার আয়েশা আক্তার ফিরেছিলেন ব্যক্তিগত ৮ রানে। পরের বলেই ফেরেন সানজিদা। নিগার সুলতানা ৫ ও রিতু মনি ১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

এর আগে বোলিংয়ে নাহিদা আক্তার, জাহানারা আলম ও খাদিজা তুল কুবরা আগুন ঝরিয়েছেন। প্রথম জন নেন ৩ উইকেট। পরের দুজন নিয়েছেন ২টি করে উইকেট। ১ উইকেট নেন রিতু মনি।

যুক্তরাষ্ট্রের পক্ষে দুই অঙ্কের স্কোর করতে পেরেছেন একমাত্র সুজিথা চন্দ্রশেখর। সর্বোচ্চ ১৫ রান করেন তিনি।

শনিবার পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে হতে পারেনি। সেটি অনুষ্ঠিত হবে সোমবার। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড।

বাছাই পর্ব শেষে সেরা দুটি দল পাবে মূল পর্বের টিকিট। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় বসবে সেই আসর।

Tags: