muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১০ বাংলাদেশি

রাজশাহী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে অন্তত ১০ বাংলাদেশী আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলার চর খানপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা ফসলের জমিতে কাজ করছিল বলে তারা জানিয়েছেন। তারা সবাই শর্টগানের গুলিতে আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন- রুমন (২৩), সুজন (২৩), সোহেল (২৮), ডলার (৩৫), রবিউল (৩২) রুবেল (২৫), দুলাল (৪০), জোটু (৪০), সুরুজ (১৯) এবং সুমন (৩০)। আহত সবার বাড়ি চর খানপুর গ্রামে এবং এরা সবাই কৃষক।

আহতদের কাছে জানা গেছে, সকালে তারা সীমান্তের ১৬৩/১ এস পিলারের কাছে বাংলাদেশের সীমানার ভেতরেই ফসলের জমিতে কাজ করছিলেন। তখন বিএসএফ সদস্যরা ট্রাকে করে এসে তাদের ওপর অতর্কিতভাবে শর্টগানের ছাররা গুলি ছুঁড়ে। এতে আহত হন অন্তত ১০ জন। এ সময় তারা সেখান থেকে পালিয়ে গেলে বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে তাদের কাজ করার হাসুয়া, কোদাল নিয়ে যায়।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন বলেন, বিএসএফ তাদের জানিয়েছে যে, সকালে তিন/চার জন ঘাস কাটতে কাটতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিলেন। তখন বিএসএফ রাবার বুলেট ছোঁড়ে। এ সময় তারা গ্রামে পালিয়ে যায়। কিন্তু পরে গ্রামবাসী একত্রিত হয়ে বিএসএফের ওপর হামলা করতে যায়। এ সময় ‘আত্মরক্ষায়’ বিএসএসফ রাবার বুলেট ছোঁড়ে। বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশী চারজন কৃষক আহত হওয়ার খবর তাদের কাছে আছে। এ ব্যাপারে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি।

Tags: