muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে মঙ্গলবার (৩সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকার সময় কুলিয়ারচর পৌরসভা হলরুমে ছবি তোলার মধ্য দিয়ে নতুন ভোটার নিবন্ধনের কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মোজাম্মেল হক, পৌর সচিব কারার দিদারুল মতিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্টানে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম নতুন ভোটারযোগ্য ব্যক্তিদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পৌরসভায়, ৭ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত উছমানপুর ইউনিয়নে, ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ছয়সূতী ইউনিয়নে, ১৪ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সালুয়া ইউনিয়নে, ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুর ইউনিয়নে, ২১সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রামদী ইউনিয়নে ও ২৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নে নতুন ভোটার নিবন্ধন করা হবে এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পৌরসভা ও সকল ইউনিয়নের বাদপরা নতুন ভোটার নিবন্ধন করার জন্য উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে

ভোটারযোগ্য কোন ব্যক্তি যেন ভোটার নিবন্ধন করার তালিকা থেকে বাদ না যায় সে দিকে লক্ষ্য রাখার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

Tags: