muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

নরসুন্দায় একশ টাকায় নৌ ভ্রমণ উদ্বোধন

কিশোরগঞ্জের নরসুন্দায় প্রতি ঘন্টায় একশ টাকায় নৌ ভ্রমণ উদ্বোধন করেছেন সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। রোববার বিকেলে নরসুন্দায় ভ্রমণতরীতে চড়ে এর উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, ইউএনও মোঃ আব্দুল কাদির মিয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড মোঃ আতাউর রহমানসহ রাজনৈতিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক লোকজন।

বিনোদনপ্রেমিরা জানিয়েছেন, অল্প সময়ে নৌভ্রমণে যাদের আগ্রহ, তারা চাইলে কিছুটা সময় হাতে নিয়ে ঘুরে আসতে পারেন শহরের অন্যতম বিনোদন কেন্দ্র নরসুন্দা মুক্তমঞ্চের কাছাকাছি আখড়াবাজার ব্রিজ এলাকার নরসুন্দার ভ্রমণতরীতে।

ভ্রমণতরীটি চালু হওয়ার মাধ্যমে কিশোরগঞ্জে বিনোদনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ হলো। এখন নরসুন্দা মুক্তমঞ্চ এলাকায় মানুষ ঘোরাঘুরির পাশাপাশি বাড়তি হিসেবে নৌভ্রমণের আনন্দও উপভোগ করতে পারবেন।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ জানান, নরসুন্দা নদকে প্রাণবন্ত রাখার জন্য জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্যারের নির্দেশনায় এই উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে শহুরে জনজীবনে খানিকটা হলেও বিনোদনের সুযোগ মিলবে। পাশাপাশি নরসুন্দার পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে। নরসুন্দায় নৌ ভ্রমনের লক্ষে প্রতি ঘন্টায় একজন প্রতিবন্ধীর একশত টাকা করে এ ভ্রমন চলবে বলে জানিয়েছেন।

এর আগে এমপি লিপি কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন।

Tags: